কুষ্টিয়া: যমজ দুই ভাই তাসনিম আনাম ও তাহমিদ আনাম। দুজনই এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে
কয়েক মিনিটের বড়-ছোট। যমজ দুই ভাইয়ের চেহারাও প্রায় একই রকম। তারা এবার কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, যমজ দুই ভাই জিপিএ-৫ পেয়েছে। দুই ভাইয়ের এমন সাফল্যে তাদের মা-বাবা, শিক্ষক ও প্রতিবেশীরা খুশি।
তাসনিম আনাম ও তাহমিদ আনাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আজমপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ফয়েজ উদ্দিনের ছেলে।
ফয়েজ উদ্দিন গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরি করতেন। ২০২৪ সালে অবসরপ্রাপ্ত হন।
তাদের চেহারা একই রকম হওয়ায় অনেকেই তাদের চিনতে পারে না।
বৃহস্পতিবার বিকেলে আইডিয়াল স্কুল এন্ড কলেজে গিয়ে দেখা গেলো জিপিএ-৫ পাওয়ায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল তাদের মিষ্টিমুখ করাতে গিয়ে টের পান দুজনের শার্ট একরম। এসময় তিনি বলেন দুজনের শার্ট তো একইরকম। দুই বন্ধু একসাথে কিনেছো নাকি। এমনসময় তাসনিম আনাম ও তাহমিদ আনাম দুজনেই সমস্বরে বলে ওঠেন আমরা দুই ভাই। জমজ। কৌতুহল আরও বেড়ে যাওয়ায় এসময় স্কুলের অন্যান্য শিক্ষকরাও দুই ভাইকে অভিনন্দন জানাচ্ছিলেন।
প্রাপ্ত ফলাফলের মধ্যে মোট ১৩০০ নাম্বারের মধ্যে তাসনিম আনাম পেয়েছে ১২৩৭ এবং তাহমিদ আনাম পেয়েছে ১২৩২।
সাফল্যের পেছনের গল্প জানতে চাইলে তাসনিম আনাম ও তাহমিদ আনাম বলে, তারা দুই ভাই রুটিনমাফিক পড়াশোনা করেছে। কখনো পড়াশোনায় ফাঁকি দেয়নি। এছাড়াও এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার মান ও পরিবেশ চমৎকার। আমরা পঞ্চম শ্রেণি থেকে এখানে পড়াশোনা করছি। এবং আমাদের পড়াশোনার বিষয়ে প্রতিটি বিষয়ে আলাদা আলাদা শিক্ষকের যত্ন সহকারে পাঠদান আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে এসব
কারণে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে দুজনের চিকিৎসক হওয়ার ইচ্ছাপোষন করেন।
তাদের বাবা ফয়েজ উদ্দিন বলেন, ‘আমার যমজ এই দুই সন্তানকে পড়াশোনার বিষয়ে কখনো আমাকে তাগাদা দিতে হয়নি। এমনিতে তারা পড়াশোনার সময় পড়াশোনা করত, আবার খেলাধুলার সময় খেলাধুলা করত। তাছাড়া এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক সুনাম রয়েছে। শিক্ষা বিস্তারে অগ্রগামী ভূমিকার পাশাপাশি ভালো পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধাবী হয়ে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।
যমজ দুই ছেলের ভালো ফলাফলে গর্বিত বলেও জানান তিনি।’
কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল বলেন, ‘তাসনিম আনাম ও তাহমিদ আনাম’ যমজ দুই ভাই খুব ভালো ছাত্র। এসএসসি পরীক্ষায় তারা সব বিষয়ে এ প্লাস পেয়েছে। আমরা তাদের সাফল্যে গর্বিত।’

Discussion about this post