কুষ্টিয়া প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে আসমাউল হুসনা মহুয়া। সে কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার প্রাপ্ত গড় নম্বর ৯০%।
আসমাউল হুসনা মহুয়া এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মোজাম্মেল হক রাসেলের জ্যেষ্ঠ কন্যা এবং এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সোহেল রানা মানিক এর ভাগ্নি।
তার এই অসাধারণ ফলাফল অর্জনের পেছনে ছিল বাবা-মায়ের গভীর স্নেহ, এডুকেয়ারের শিক্ষকদের নিবেদিতপ্রাণ পাঠদান এবং মহুয়ার অধ্যবসায়। মা একজন আদর্শ গৃহিণী হিসেবে মহুয়ার পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলি গঠনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজও তাকে দিয়েছে একটি আদর্শ একাডেমিক ও নৈতিক ভিত্তি।
একজন শিক্ষানুরাগী পিতার আদর্শ ও পরিবেশে বেড়ে ওঠা মহুয়া ছোটবেলা থেকেই ছিল স্বপ্নপ্রবণ ও অনুপ্রাণিত। ভবিষ্যতে সে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (বিচার বিভাগে) প্রবেশ করে মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বলেন, “আমার মেয়ের এই সফলতা একজন পিতা হিসেবে যেমন আমাকে গর্বিত করেছে, তেমনি একজন শিক্ষক ও শিক্ষা উদ্যোক্তা হিসেবেও প্রমাণ করে দিয়েছে—যদি সঠিকভাবে গড়ে তোলা যায়, তবে প্রত্যেক শিক্ষার্থীই হতে পারে অনন্য।”
মহুয়ার এই অর্জন শুধু তার নিজের নয়, এটি এডুকেয়ার পরিবারের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদেরও প্রেরণা। ভবিষ্যতে মহুয়ার স্বপ্ন সফল হোক, সে হোক একজন সৎ, সাহসী ও ন্যায়পরায়ণ বিচারক—এই কামনাই সকলের।
উল্লেখ্য যে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ১৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৫ জন শিক্ষার্থীই জিপিএ ৫ অর্জন করেছে। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী, মেধাবী এবং শৃঙ্খলাপূর্ণ এই শিক্ষার্থী প্লে-গ্রুপ থেকে শুরু করে এসএসসি পর্যন্ত অধ্যয়ন করেছে এই প্রতিষ্ঠানেই।

Discussion about this post