রোমান আহমেদ জামালপুর প্রতিনিধি : চলতি এসএসসি পরিক্ষা দিচ্ছিলেন সারজিনা আক্তার (১৫)। বাংলা দ্বিতীয় পত্র পরিক্ষায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সারজিনা। ভালোভাবে পরিক্ষা দিতে না পারায় অকৃতকার্য হওয়ার চিন্তায় পড়ে যায় সে। বাবা-মায়ের ভয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে সারজিনা।
সে উপজেলার পৌর শহরের সীমারপাড় এলাকার সমছের আলীর মেয়ে। ঘটনাটি ঘটেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা। রোববার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় নিজ ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, সারজিনা স্থানীয় সানরাইজ এডুকেয়ার একাডেমীর ছাত্রী ছিলেন। চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ১৭ সেপ্টেম্বর বাংলা ২য় পত্র পরীক্ষায় অংশ নেন সারজিনা। পরীক্ষা কেন্দ্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। ভালো পরীক্ষা দিতে না পারায় অভিভাবকদের ভয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার লাশের ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য//১৯ সেপ্টেম্বর-২০২২