Print Date & Time : 27 August 2025 Wednesday 11:00 am

এসএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র নিষেধাজ্ঞা

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: ২০২৩ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা আগামী ৩০ এপ্রিল
থেকে ২৫ মে পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় চলাকালে খুলনা মেট্রোপলিটন
পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের ক্ষমতাবলে
নিম্নলিখিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এমনকি আদেশ অমান্যকারীদের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে ২০০
গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবে
না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি,
বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবে না। এছাড়া
পরীক্ষা কেন্দ্র এলাকায় কোন প্রকার লাউড স্পীকার বা ওই জাতীয় কোন যন্ত্র
দ্বারা উচ্চস্বরে শব্দ করা যাবে না।

এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবছর খুলনা মেট্রোপলিটন এলাকার ৩২টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি
(ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলাম
স্বাক্ষরিত এক আদেশে এসকল তথ্য জানানো হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//