Print Date & Time : 28 July 2025 Monday 1:21 am

এসএসসি ৯৪:কুষ্টিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :এসএসসি ৯৪ ব্যাচের আয়োজনে ২০২৫ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেয়া হয় এই সংবর্ধনা।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক অংশ নেয়। এ সময় শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, ব্যাগ ও মেডেল তুলে দেয়া হয়।
এর আগে রাজধানী ঢাকায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সংবর্ধনার মুল আনুষ্ঠানিকতা। এসএসসি ৯৪ ব্যাচের অ্যাডমিন সদস্য অধ্যাপক নাজমুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডমিন ক্রিয়েটর শফিউল আজম। এরপর পরিচয় করিয়ে দেয়া হয় সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন সংবর্ধিত শিক্ষার্থী ও অভিভাবক।
অ্যাডমিন সদস্য ওয়াহেদ মুরাদের পূত্র ও সংবর্ধিত শিক্ষার্থী মাহামুদুল হক অপু তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এসএসসিতে তার ভালো ফলাফল অর্জনের পেছনে বাবা ও মায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমার প্রচেষ্টা আর বাবা-মায়ের গাইডের কারনে আমি কাঙ্খিত ফলাফল অর্জন করেছি। তবে এসএসসি ৯৪ ব্যাচের পক্ষ থেকে দেয়া স ংবর্ধনা আমাদেরকে ভবিষ্যতের জন্য নি:সন্দেহে প্রেরণা যোগাবে।
এসএসসি ৯৪ ব্যাচের অন্যতম সদস্য শারফুল ইসলাম দবিরের ছেলে রেদওয়ান ইসলাম রুদ্র তার বক্তব্যে বলেন, এসএসসি ৯৪ ব্যাচের দেয়া সংবর্ধনা পেয়ে আমি পূলকিত। উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে এটি আমার জন্য প্রেরণা বয়ে আনবে। পরে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ব্যাগ এবং মেডেল তুলে দেয়া হয়।
এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পেরে ভিন্নরকম অনুভূতির কথা জানান বিশিষ্ট চক্ষুবিশেষজ্ঞ ডা. আল মামুন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব,ে তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কুষ্টিয়া তথা বাংলাদেশ নয়, তোমাদেরকে বিশ^জয় করতে হবে। আর এই লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এসএসসি ৯৪ ব্যাচের একজন সদস্য হিসেবে আমাদের সন্তানদের সম্মাননা জানাতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। ভবিষ্যতে এসএসসি ৯৪ এমন ভালো কাজের অংশীদার হবে বলে আমি মনে করি।
বিশিষ্ট ব্যবসায়ী এসএসসি ৯৪ ব্যাচের সদস্য আল্লামা তানভীর শিশির বলেন, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে এসএসসি ৯৪ ব্যাচ যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে। ভবিষ্যতে এধরনের ভালো কাজের সাথে যুক্ত থাকবে এসএসসি ৯৪।
একই অভিব্যক্তি প্রকাশ করেন ৯৪ ব্যাচের অন্যতম সদস্য সৈয়দ মাহবুবু হাসান পলাশ। তিনি বলেন, এসএসসি ৯৪ ব্যাচ শিক্ষার্থীদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে তারা প্রমাণ করল তারা ভালো কিছু করতে পারে। ভবিষ্যতে আরো জনকল্যাণমুলক কাজের সাথে সম্পৃক্ত হবে বলে আমি মনে করি।
এসএসসি ৯৪ ব্যাচের অ্যাডমিন ক্রিয়েটর শফিউল আজম তার স্বাগত বক্তব্যে বলেন, আমরা এসএসসি ৯৪ ব্যাচের সদস্য জনকল্যাণে কাজ করে যেতে চাই। আজ আমরা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পেরেছি, ভবিষ্যতে আরো ভালো কিছু করতে চাই। এই লক্ষ্যেই আমাদের সংগঠনের পথচলা। যতদিন বেঁচে থাকব ততদিন এমন ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৯৪ ব্যাচের অন্যতম সদস্য রোকন, আনারুল, নাসরিন, তাজিমা প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসএসসি ৯৪ ব্যাচের অন্যতম সদস্য শরীফুল ইসলাম, শরীফ বিশ^াস, ওয়াহেদ মুরাদ, জিল্লুর রহমান, জিয়াউস সামস রুমী প্রমুখ।