সাথী, রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের পাতা ও দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মোঃ আতিয়ার রহমান আতিক “হিউম্যান রাইটস্ পিস এ্যাওয়ার্ড ২০২১”এ ভূষিত হয়েছেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন তাকে এ সম্মাননা প্রদান করেন। গত ১১ ডিসেম্বর শনিবার বিকালে এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশ ও বাংলাদেশ মানবাধিকার সমিতির আয়োজনে ঢাকা সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষ্যে স্বার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা ও পথশিশুদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তার হাতে এ এ্যাওয়ার্ড তুলে দেন। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে ও এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের মহা সচিব মোঃ আর, কে রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুর হারুন। এ সময় এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উপদেষ্টা এ্যাডভোকেট আনোয়ার হোসেন, চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক জহুরুল ইসলাম খোকনসহ সাংবাদিকবৃন্দ ও সূধীজনেরা উপস্থিত ছিলেন। সংগঠণ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জনকে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Print Date & Time : 4 August 2025 Monday 12:12 pm