Print Date & Time : 2 August 2025 Saturday 7:42 pm

এ দেশের মানুষ এখন সংস্কার চায়: মামুনুল হক

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের সদস্য, সকল দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারীদের বিচারের আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ,আহত এবং বন্যা দুর্গতদের জন্য দোয়া উপলক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আজিজুল হক।

সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম। সমাবেশ মঞ্চে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালালুদ্দীন আহমদ ও মাওলানা আতাউলাহ আমিন,কেন্দ্রীয় প্রচার সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ সহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে খেলাফত মজলিশ আয়োজিত অপর এক পথসভায় মাওলানা মুহাম্মদ মামুনুল হক আরো বলেন, ‘ভারত এত দিন এ দেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা শুধু তাদের নিজেদের আর আওয়ামী লীগের স্বার্থের কথা ভেবেছে এ দেশের মানুষের কথা ভাবেনি। তাই এ দেশের মানুষ তাদের শিক্ষা দিয়েছে। বাংলাদেশ আর কোনো দিন ভারতের দাসে পরিণত হবে না।’

দলটির মহাসচিব মামুনুল হক বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ হিসেবে বন্ধুত্বের মতো দেখতে চাই। যদি বন্ধু দেশ হিসেবে বন্ধুত্বের মতো আচরণ করতে পারে, তাহলে আমরা স্বাগত জানাই। আর যদি আমার দেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে আসে,সেই নাক কেটে ফেলব।’
মামুনুল হক বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশে বলেন, ‘বাহাত্তরের সংবিধান, এটি এ দেশের সাধারণ মানুষের সংবিধান নয়। এটি ছিল ভারতের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া গোলামির সংবিধান। স্বাধীন দেশে আর গোলামির সংবিধান চলবে না। এ দেশের মানুষ এখন সংস্কার চায়। সংবিধানসহ সবকিছুই সংস্কার করতে হবে।