Print Date & Time : 2 August 2025 Saturday 11:26 am

ঐতিহাসিক মুজিবনগর দিবসে মৌলভীবাজারে আলোচনাসভা অনুষ্ঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে

আলোচনা সভা অনুষ্ঠিত।

বুধবার (১৭ই এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন, ১৭ই এপ্রিল মুজিবনগর দিবস বাঙ্গালি জাতির জীবনের এক অবিস্মরণীয়, গৌরব গাঁথা উজ্জ্বল নক্ষত্রের মতো ঐতিহাসিক দিন। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য মুজিবনগর সরকারের গুরুত্ব ও অবদান যুগ যুগ চির স্মরণীয় হয়ে থাকবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুস সালাম চৌধুরী।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোআর আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল হক, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরি সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যম ও সাংবাদিকবৃন্দ।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ এপ্রিল ২০২৪