Print Date & Time : 21 July 2025 Monday 1:54 pm

ওমানে নিহত প্রবাসীর লাশ গ্রামের বাড়িতে দাফন

মধ্য প্রচ্যের ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত হাটহাজারীর প্রবাসী মরহুম মো.শফির (৪৭) দাফন গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বাদে যোহর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ রহিমপুর গ্রামের সামিউদ্দিন সারাং বাড়ীর দানা মিয়ার পুত্র এক ছেলে ও দুই কন্যার জনক শফি ২০ বছর পূর্বে ওমানে যান। গত ৬ মাস পূর্বে দেশে ছুটি কাটিয়ে পুনরায় ওমানের কর্মস্থলে ফিরে যান। কিন্তু এ যাওয়াই যে শেষ যাওয়া হবে তা  বুঝতে পারেনি কেউ।

গত ৪ জুলাই মঙ্গলবার ওমানের সোহার শহরে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন শফি। পরে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে মৃত্যুর সাতদিন পর ১১ জুলাই মঙ্গলবার সকালে ওমান টু চট্টগ্রামের একটি ফ্লাইট যোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছায়। পরে সকাল সাড়ে দশটার দিকে পরিবারের সদস্যদের হাতে বিমানবন্দর কর্তৃপক্ষ লাশ বুঝিযে দিলে একটি এম্বুলেন্স যোগে নিহত শফির মরদেহ গ্রামের বাড়ীতে আনা হয়। শফির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১১, ২০২৩//