
ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে নওফেল বাদশা (২৯) নামের হাটহাজারীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
জানা যায়, মাত্র এক মাস আগে বিয়ে করা নওফেল ওমানের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ওমান সময় সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে । নিহত ওমান প্রবাসী নওফেল উপজেলার পূর্ব গড়দুয়ারা ইউনিয়নের মিন্নাত আলী সারাং রাড়ীর মোহাম্মদ ফজলুল হকের বড় ছেলে। পরিবার সূত্রে জানা গেছে ওমানের আইনি প্রক্রিয়া শেষ হলে তার মরদেহ দেশে আনা সম্ভব হবে।
সোমবার (৫ সেপ্টেম্বর) ওমান সময় সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে প্রবাসী নওফেলের হঠাৎ মৃত্যুর এ খবর গ্রামের নিজ বাড়ীতে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রাজা/দৈনিক দেশ তথ্য//সেপ্টেম্বর ০৭,২০২২//

Discussion about this post