Print Date & Time : 11 May 2025 Sunday 3:54 am

ওয়ালিউল্লাহ’র স্কাউট ন্যাশনাল সার্ভিস অ্যাওয়াড লাভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী এস এ এইচ ওয়ালিউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম বাংলাদেশ স্কাউট ন্যাশনাল সার্ভিস অ্যাওয়াড এর জন্য মনোনীত হয়েছেন।

তিনি আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র বোডারমেট।

অনুভূতি জানতে চাইলে এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, “করোনা কালীন সময়ে আমি অসহায় হতদরিদ্র নারীদের কর্মসংস্থান ও মানবতার সেবার কাজে আত্মনিয়োগ করায় গৌরবময় স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস আমাকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত করেছেন। এতদিন স্কাউটসের সাথে কাজ করছি, একটা অ্যাওয়ার্ড অনেক অনুপ্রেরণা দান করবে। সামনে কাজের উদাম বাড়াতে এটি সাহায্য করবে৷

উল্লেখ্য, ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কাউন্সিলের ৫০ তম (সুবর্ণ জয়ন্তী) বার্ষিক সাধারণ সভায় এ অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।

আর//দৈনিক দেশতথ্য//২৯ জুন-২০২২//