ওরা জেগে উঠবে বিস্ফোরিত হয়ে
ছড়িয়ে পড়বে চারদিক মাটি ফুঁড়ে
আকাশের সূর্যটাকে দ্যাখো, কৃষ্ণচূড়া
লেগে আছে টকটকে লাল রক্ত এখনো
ওই রক্ত আবার ছিটকে পড়বে চারদিকে
যখন ওরা আবার জেগে উঠবে।
বাতাসের গন্ধ শুঁকেছো কখনো
ভালো করে শুঁকে দ্যাখোÑ শুধু বারুদের গন্ধ
সারা পৃথিবী কেঁপে উঠবে
যখন ওরা আবার জেগে উঠবে মাটি ফুঁড়ে।
সবুজ ওই ঘাসগুলোকে দ্যাখো, রাজপথ
চাপ চাপ রক্ত আর সংগ্রামী শরীরের
চাপা চিহ্ন লেগে আছে এখনো নিপুণভাবে।
ঘুণে ধরা সমাজ বিবর্তনের গাঢ় প্রচেষ্টায়
ওরা জাগবেÑ জাগতেই হবে।
■ প্রদীপ সাহা

Discussion about this post