Print Date & Time : 3 July 2025 Thursday 2:12 pm

ওষুধ প্রশাসনের দেশসেরা সহকারি পরিচালক নাজমুল হাসান

ঝিনাইদহ প্রতিনিধি:ওষুধ প্রশাসন অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারি পরিচালক নাজমুল হাসান দেশ সেরা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৬ জানুয়ারি) জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান ডিসেম্বর মাসের সেরা কর্মকর্তা হিসেবে তার নাম ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আলোকে সহকারি পরিচালক নাজমুল হাসান যশোর জেলায় অনবদ্য নৈপুণ্যের জন্য দেশ সেরা বিবেচিত হন। এ মাসে তিনি ১২৪টি ফার্মেসির লাইসেন্স নবায়ন, ওষুধের মান যাচাইয়ের জন্য ৬টি নমুনা উত্তোলন করে ঢাকায় প্রেরণ করেন। একইসময় তিনি বিভিন্ন অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩৮টি নোটিশ প্রদান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪টি এবং  ড্রাগ  আদালতে একটি মামলা দায়ের করেন।এ সময় তিনি এক লক্ষ ৬৫ হাজার ৫০ টাকা রাজস্ব আদায় করেন।এর আগে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের সভাপতিত্বে অধিদপ্তরের পরিচালক, উপ-পরিচালকসহ জেলা কার্যালয়ের প্রধানদের সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্যঃ সহকারি পরিচালক নাজমুল হাসান ইতি পুর্বে ঝিনাইদহ ও মাগুরা জেলায় সুনামের সাথে নিরলস ভাবে দায়িত্ব পালন করেছেন।

দৈনিক দেশতথ্য//এল//