নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) আসন্ন কেন্দ্রীয় নির্বাচন ২০২৪-২০২৬ উপলক্ষে বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী গণতান্ত্রিক ঐক্য পরিষদের আয়োজনে প্যানেল পরিচিতি ও আলোচনা সভা গতকাল খুলনায় হোটেল টাইগার গার্ডেনের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহজালাল বাচ্চু প্রধান অতিথি এবং বিসিডিএস এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস খুলনা জেলা শাখার সভাপতি এ এস এম মনিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা জেলা শাখার সহ-সভাপতি শেখ গিয়াসউদ্দিন। বক্তব্য রাখেন বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখা সভাপতি হাজী মোঃ রফিকুল আলম টুকু, সাতক্ষীরা জেলা শাখা সভাপতি আলহাজ্ব দিন আলী, রংপুর জেলা শাখা সভাপতি আব্দুল কাদের, পাবনা জেলা শাখা সভাপতি এফ এম হুমায়ুন কবির, ঝিনাইদহ জেলা শাখা সভাপতি মোঃ আক্তারুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা শাখা সভাপতি মোঃ শাহজাহান খান প্রমুখ।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুর জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের কেমিস্টবৃন্দ অংশগ্রহণ করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু, নির্বাহী সদস্যবৃন্দ মোঃ হাবিবুর রহমান সাজু, মোঃ ওবাইদুর রহমান, মোঃ আশরাফুল আলম, বিপ্রজিৎ কুমার বিশ্বাস ও কুষ্টিয়া মিরপুর উপশাখার সাধারণ সম্পাদক আলমগীর মন্ডল।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১১ মে ২০২৪