Print Date & Time : 10 September 2025 Wednesday 3:33 pm

ওষুধ ব্যবসায়ীদের সাথে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি, কুষ্টিয়া (নাটাব) আয়োজিত জেলা মতবিনিময় সভা আজ বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ভবনে শহরের ওষুধ ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এএইচএম আনোয়ারুল ইসলাম, সিভিল সার্জন, কুষ্টিয়া।

বক্তব্য রাখেন মেডিকেল অফিসার অব ডিজিজ কন্ট্রোল ডাঃ আবদুল্লাহ রশিদ ও ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডাঃ নওরিন আলম সিজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাটাব কর্মকর্তা শামিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি ফারুক হায়দার চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ ওবাইদুর রহমান, কাজী রেজাউল আলম প্রমুখ।