ওসির বিচার না হলে আত্নাহুতির হুমকি
লালমনিরহাট জেলার কালীগঞ্জে ছাত্রলীগ নেতাকে থানায় ডেকে নির্যাতন করায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ। উপজেলার কলেজ ছাত্রলীগের নেতা মিজানুর রহমান(১৯) কে গত ২ সেপ্টেম্বর থানায় ডেকে এনে ওসি গোলাম রসুল নির্যাতন করেছেন।
এই অভিযোগে শনিবার রাত সাড়ে ৮ টায় কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ ওসি বিচার দাবি করে সংবাদ সম্মেলন করে। এ ঘটনায় রাত হতে কালীগঞ্জে পুলিশ ও ছাত্রলীগের নেতা কর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। আজ রবিবার কালীগঞ্জে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে।
সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, মিজানুর রহমান (১৯) নামে কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতা। ছাত্রলীগের কলেজ কমিটিতে সভাপতি পদ প্রার্থী । তাঁকে গত ২ সেপ্টেম্বর কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল থানায় ডেকে এনে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ তুলে।
এই নির্যাতনের ঘটনায় গত শনিবার সন্ধ্যা ৭ টায় কালীগঞ্জে পূর্ব নিধারিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন আহবান করেছিল ছাত্রলীগ। জেলা, উপজেলার ও বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা উপস্থিত হয়। পুলিশ প্রতিবাদ সমাবেশ কর্মসূচি স্থল নিয়ন্ত্রণে নেয়। ফলে সংঘর্ষ এড়াতে ছাত্রলীগের নেতা কর্মীরা প্রতিবাদ
সমাবেশ ও মানববন্ধন স্থগিত করে। পরে উপজেলা ছাত্রলীগ রাত সাড়ে ৮ টায় কালীগঞ্জে ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের প্রতিবাদ জানান।
এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আহম্মেদ মেলভিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে নির্যাতিত ছাত্রলীগ নেতা মিজানুর রহমান তার উপর ওসির অকথ্য নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। সেই সাথে ওসির বিচার দাবি করেন।
ছাত্রলীগের ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করা কী পাপ প্রশ্ন তুলেন। সেই সাথে ওসির বিচার না হলে আত্নাহুতির হুমকি দেয়। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ওসি তাকে ছাত্রলীগের মিছিল মিটিংয়ে গেলে মিথ্যা মাদক মামলায় ফাঁসাবে। গুলি করে মেরে ফেলার হুমকি দেয়।
জেলা পুলিশের উর্ধতণ এক কর্মকর্তা বলেন, দলীয় কোন্দল চরম পর্যায়ে পৌচ্ছে গেছে। তাই পুলিশকে দায়ী করা হচ্ছে। সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে পুলিশ ব্যস্ত থাকতে হয়। কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এ বিষয়ে কথা বলতে ফোনে যোগাযোগ
করে পাওয়া যায়নি।
রাজা/দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৪,২০২২//

Discussion about this post