Print Date & Time : 9 October 2025 Thursday 7:36 am

কক্সবাজার থেকে ধর্ষক গ্রেফতার

শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট:জেলার অদিতমারির ধর্ষণ মামলার আসামি কক্সবাজার জেলার পেকুয়ায় গ্রেফতার হয়েছে।আজ রবিবার বিকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ১৫ মার্চ এক কিশোরীকে জেলার আদিতমারীর দূর্গাপর ইউনিয়নের দিঘলটারী গ্রামের এজিজুল হকের পুত্র ইসরাউল হক রানা(২৪) ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরী গর্ভবতী হয়। বিষয়টি জানাজানি হলে ধর্ষক আত্মগোপন করে। এদিকে ভিকটিম কিশোরী একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে। এ বিষয়ে ধর্ষিতার পরিবার চলতি বছরের ২৮ জানুয়ারী জানুয়ারি আদিতমারী থানায় এ ঘটনায় মামলা করেন। অবশেষে মামলা দায়ের করার এক সপ্তাহের মধ্যে ধর্ষক কে পুলিশ কক্সবাজারের পেকুয়া হতে গ্রেফতার করে।

পুলিশ পরিদর্শক( তদন্ত) রফিকুল ইসলাম জানান, আসামিকে পেকুয়ায় ৩ ফেব্রুয়ারি গ্রেফতার করে ৪ ফেব্রুয়ারি আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//