Print Date & Time : 11 May 2025 Sunday 3:57 am

কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ

রসুল(সঃ) ও মা আয়েশা(রাঃ) কে নিয়ে কুটুক্তি ও অবমানানকর মন্তব্য দেওয়ার প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল হয়েছে।

শনিবার ১১ জুন বিকালে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ মোখলেছুর রহমানের সভাপতিত্বে থানা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে জে,সি কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভে বক্তব্য রাখেন, উপজেলা ওলামা পরিষদের সভাপতি থানা মাদ্রাসার মুহতামিম ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল খালেক, মুফতি জিয়াউর রহমান ফারুকী, মুহাদ্দেস খাইরুল বাশার,মাওঃ আবুবকর সিদ্দিক,মুফতি মাওছুফ সিদ্দিকী,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক এম, কামরুজ্জামান সহ মাদ্রাসার প্রধান গন।

অনুষ্ঠান পরিচালনা করেন বিক্ষোভ সমাবেশের বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাফেজ মাওলানা মেসবাহউদ্দীন।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১১,২০২২//