Print Date & Time : 15 May 2025 Thursday 3:35 am

কদমতলী বাজারের সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

শ‌হিদুল ইসলাম: ধনবাড়ী প্রতি‌নি‌ধি: টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপ‌জেলার কদমতলী বাজার থেকে রাজার হাট পর্যন্ত সড়কের প্রথম ১ কিঃ মিঃ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন হয়েছে।

গতকাল সকাল ১০টায় কদমতলী বাজার থেকে রাজার হাট পর্যন্ত সড়কের প্রথম ১ কিঃ মিঃ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানটি পলিশার পাড় গ্রাম উন্নয়ন পরিষদ এর সৌজ‌ন্যে , মোঃ জাহিদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধনবাড়ী উপজেলা প্রকৌশলী জনাব মোঃ শফিকুল ইসলাম মণ্ডল।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান, ১নং বীরতারা ইউনিয়ন পরিষদ, ধনবাড়ী, জনাব আহাম্মদ আল ফরিদ।

উক্ত উদ্বোধন অনুষ্ঠা‌নে আরো উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর রাজ্জাক , ইউনিয়ন আওয়ামী‌লী‌গের সাধারন সম্পাদক মোজা‌ম্মেল হক , ৪নং ওয়ার্ড আওয়ামী‌লী‌গের সাধারন সম্পাদক মোঃ দুলাল হো‌সেন , কদমতলী স্কুল এন্ড ক‌লে‌জের অধ‌্যক্ষ মোঃ নজরুল ইসলাম , ভেঙ্গুলা আলীম মাদ্রাসার সা‌বেক উপাধ‌্যক্ষ‌ মাওলানা আব্দুস ছামাদ , পলিশার পাড় গ্রাম উন্নয়ন পরিষদ এর সহসভাপ‌তি র‌ফিকুল ইসলাম , সাধারন সম্পাদক মোঃ ফ‌রিদুল আলম , যুগ্ম সাধারন সম্পাদক হারুন অর র‌শিদ , সাংগঠ‌নিক সম্পাদক রাইসুল ইসলাম সে‌লিম, ধনবাড়ী উপ‌জেলা প্রেসক্লা‌বের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহ্ পরানুল ইসলাম রনি সহ এলাকার সর্বস্ত‌রের জনগন ।

এ সময় পলিশার পাড় গ্রাম উন্নয়ন পরিষদ এর সভাপ‌তি জনাব মোঃ জাহিদুল হাসান বলেন, পলিশার পাড় গ্রাম উন্নয়ন পরিষদ ইতোমধ্যে গ্রামের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে গ্রামের মেধাবী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও ক্রেস্ট প্রদান, বৃক্ষরোপণ, দুস্থদের মধ্যে ঈদে খাদ্য সামগ্রী বিতরণ, সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একাধিক সেমিনার আয়োজন, ডিজিটাল নানাসেবা পাওয়ার কার্যকর ব্যবস্থা চালুকরণসহ নানা উদ্যোগ চালিয়ে যাচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠা‌ন শে‌ষে উপস্থিত সবার মা‌ঝে মি‌ষ্টি বিতরন করা হয় ।

দৈনিক দেশতথ্য//এইচ//