Print Date & Time : 27 July 2025 Sunday 11:32 am

কনজিউমার রাইটস (সিআরবি) ভেড়ামারা শাখার কমিটি গঠন

আহবায়ক- আল-মাহাদী,সদস্য সচিব- জাহিদ 

“নিরাপদ খাদ্য নাগরিক অধিকার, বাস্তবায়নের দায় সবার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

গতকাল শনিবার (১১ নভেম্বর) কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) প্রতিষ্ঠাতা, মহাসচিব ডিজাইনার কে.জি.এম সবুজ আল-মাহাদী কে আহবায়ক ও জাহিদ হাসান কে সদস্য সচিব সহ (ভলান্টারি মুভমেন্ট) ১১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন এবং এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। সদস্যের অনন্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক – বাবুল আক্তার, যুগ্ম সদস্য সচিব – নাহিদুজ্জামান রানা, আহ্বায়ক কমিটির সদস্য- শরিফুল আজম, জহিরুল কবীর, মাসুদ রানা, মাহমুদুল্লা হোসেন সোহেল, জামান হোসেন, রাহমান কবির কোহেন, শওকাই জামিল রাসেল। 

প্রতিষ্ঠাতা, মহাসচিব ডিজাইনার কে.জি.এম সবুজ জানান, ভোক্তা অধিকার আইন, নিজের অধিকারে সোচ্চার, ভেজাল সম্পর্কে সচেতনতা করায় আমাদের মূল লক্ষ্য। যে সামাজিক অপরাধে সম্পৃক্ত নয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল, নিজের সৎ উপার্জিত অর্থের কিছু অংশ ও সময় ব্যয় করে ভোক্তা অধিকার অর্জনে মানুষকে সচেতন করতে কাজ করেন এবং অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান তিনিই ভোক্তা অধিকার কর্মী বা কনজিউমার এক্টিভিস্ট।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১১ নভেম্বর  ২০২৩