Print Date & Time : 21 July 2025 Monday 3:33 pm

কপিলমুনিতে কিনু পালের সংবাদ সম্মেলন

চাঁদাবাজি মামলায় জামিনে ছাড়া পেয়ে নিজেকে নির্দোষ ও পত্রিকান্তে প্রকাশিত খবর মিথ্যা ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কপিলমুনির বরফ ব্যবসায়ী কিনু পাল।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে কপিলমুনি সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার নাছিরপুর এলাকার মৃত গনেশ পালের ছেলে কিনু পাল বলেন, তিনি দীর্ঘ দিন যাবৎ সুনামের সাথে কপিলমুনিতে ব্যবসা করে আসছেন। সম্প্রতি একটি অনুমান ভিত্তিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়িয়ে আমি জেল-হাজতে থাকায় আমার সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠন আমার বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে পোষ্টারিং করে। উক্ত পোষ্টারকে নিয়ে কটুক্তি ও মামলার বিষয়টিকে পুঁজি করে যশোর থেকে প্রকাশিত একটি পত্রিকায় আমাকে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ আখ্যা দিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশ করে। 

এসময় তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে কথা বলেন এবং চাঁদাবাজির বিরুদ্ধে সব সময় ব্যবসায়ীদের পাশে থাকেন উল্লেখ করে সম্মেলনে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এবি//দৈনিক দেশতথ্য//৯ এপ্রিল,২০২২//