Print Date & Time : 20 April 2025 Sunday 4:24 am

কপিলমুনিতে বিনোদ বিহারীর জন্মজয়ন্তী পালিত 

সাড়ম্বরে পালিত হলো খুলনার পাইকগাছা উপজেলার আধুনিক কপিলমুনির রুপকার সৃষ্টিশীল স্বপ্নদ্রষ্টা স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ১৩৩ জন্মজয়ন্তী।

বরাবরের মত কপিলমুনি বিনোদ স্মৃতি সংসদ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী হাতে নেয়। তবে এবারের আয়োজন নানা কারণে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে এবারই প্রথম বংশধরদের কেউ সরাসরি তাঁর জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করলেন। আয়োজনে রায় সাহেবের পৌত্র গৌতম সাধুর স্ব-পরিবারে উপস্থিতি জনপদের সাধারণ মানুষের কাছে ছিল স্বপ্নদ্রষ্টার দীর্ঘ দিনের শূণ্যতায় পরম প্রাপ্তি। এক কথায় সম্প্রীতির চেতনায় ভাস্বর প্রয়াত দানবীরের জন্মজয়ন্তীর এবারের আয়োজনে গৌতমের উপস্থিতি যোগ করে ভিন্ন মাত্রা।

রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ১৩৩ তম জন্মজয়ন্তীর আয়োজনে বিনোদ স্মৃতি সংসদের কর্মসূচীর মধ্যে ছিল, তাঁর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পন, আনন্দ শোভাযাত্রা, স্মরণসভা ও সংবর্ধনা অনুষ্ঠান।

মঙ্গলবার (১০ মে) সকাল ১০ টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত স্মরণ সভায় বিনোদ স্মৃতি সংসদের সভাপতি এ্যাড. দীপঙ্কর সাহার সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায় সাহেব বিনোদ বিহারী সাধুর পৌত্র গৌতম সাধু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব আক্তারুজ্জামান বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পাপ্পু কুমার দে, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, জাফর আউলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাও: আব্দুস সাত্তার, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক কবির আহমেদ, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সভাপতি সমীরণ সাধু, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম আব্দুর রাজ্জাক রাজু, ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে।

উপস্থিত ছিলেন, এ্যাড.বিপ্লব কান্তি মন্ডল, পিটিডি ভোকেশনাল স্কুলের প্রধান শিক্ষক শিমুল বিল্লাল বাপ্পি, ব্যাংকার আবু সাঈদ, স্থানীয় সাংবাদিক, রাজনীতিক, বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলীসহ সামাজিক-সাংষ্কৃতিক সংগঠনের সূধীবৃন্দ।

রিমন//দৈনিক দেশতথ্য//১০মে-২০২২