শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: দেশতথ্য সহ বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশে অবশেষে মাত্র দু’দিনের মধ্যে আটক হয়েছে খুলনার কপিলমুনি বদ্ধভূমি (স্মৃতি সৌধে) মন্ত্রীর উপস্থিতিতে আলোচিত সিরিজ পকেটমার।
বৃহস্পতিবার (৪ আগষ্ট) দুপুরে তাকে খুলনার রুপসা এলাকা থেকে আটক করা হয়েছে বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানায়নি পুলিশের ঐ সূত্র। সর্বশেষ তাকে পাইকগাছায় নেয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ২ আগস্ট বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার পিসিরায়ের ১৬১ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার আগে সকালে সরকারের সংষ্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি) কপিলমুনি বদ্ধভূমি (স্মৃতিসৌধ) পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত ভীঁড়ের চাপে ব্যাপক ম্যারাথন পকেটমারীর ঘটনা ঘটে। বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে নড়েচড়ে বসে প্রশাসন।
আর//দৈনিক দেশতথ্য//৪ আগষ্ট-২০২২

Discussion about this post