শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পাইকগাছার কপিলমুনিতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপনে সোমবার সকাল সাড়ে ৭টায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপিত ও অস্থায়ী ‘জয় বাংলা চত্বরে’ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।
এদিন সকাল ১০ টায় কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের অমৃতময়ী মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কপিলমুনি ইউনিয়ন আ,লীগের সভাপতি যুগোল কিশোরদের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা কয়রা আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, উপজেলা আ,লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম টিপু, সহ-সভাপতি সমীরণ সাধু, উপজেলা আঃলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, জিএম হেদায়েত আলী টুকু, কাজল কান্তি বিশ্বাসসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
অনুরুপভাবে কপিলমুনি কলেজ, হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজ, হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নং মামুদকাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরিঢালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বি,জি,পি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়, কপিলমুনি, হরিঢালী ও লতা ইউনিয়ন পরিষদ যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করেছে।
দৈনিক দেশতথ্য//এল//