শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:সোমবার (১১ এপ্রিল)সকালে খুলনার পাইকগাছা উপজেলার বানিজ্যিক কেন্দ্র কপিলমুনিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে ৪ টি তেল কলে ৫ লক্ষ টাকার জরিমানা আদায় করা হয়েছে।পবিত্র রমজানে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শিকদার শাহিনুর
রহমান ও র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদমাহফুজুল ইসলাম’র নের্তৃত্বে বাজার মনিটরিং ও অভিযানে এসময় কপিলমুনিরউৎসব ওয়েল মিলকে ১ লক্ষ টাকা, বিনোদ ওয়েল মিলকে ২ লক্ষ টাকা, মেসার্সডিএস ওয়েল মিলকে ১ লক্ষ টাকা ও কপিলমুনি ওয়েল মিলকে ১ লক্ষ টাকাসহ মোট ৫লক্ষ টাকা জরিমানা আদায় করেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২, ৪৩ও ৪৫ ধারায় এসব জরিমানা আদায় করা হয়। এসময় সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্নশ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহিনুর রহমানজানান, অবৈধ প্রক্রিয়ায় ভেজাল পণ্য পাম, সুপার, রাইস ব্যান্ড, রং মিশিয়ে
খাদ্যদ্রব্য প্রস্তুতপূর্বক প্রতারনা কার্যক্রম জিরো টলারেন্স বাস্তবায়নে
জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক দেশতথ্য//এল//