Print Date & Time : 4 July 2025 Friday 3:32 pm

কপিলমুনিতে ৬ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) : খুলনার পাইকগাছার কপিলমুনিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও মেয়াদোর্ত্তীণ ওষুধ ও ওষুধের স্যাম্পল বিক্রির দায়ে ৬ প্রতিষ্ঠান থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকালে খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান উক্ত অভিযান পরিচালনা করেন।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও ক্রেতা পর্যায়ে বিক্রয়ের অপরাধে মজুমদার সুইটের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৩ ও ৩৮ ধারায় ৩ হাজার টাকা, মেয়াদোর্ত্তীণ ঔষধ ও ঔষধের স্যাম্পল ভোক্তা পর্যায়ে বিক্রয়ের উদ্দেশ্য রাখার জন্য শুভ ড্রাগ হাউজকে ৫১ ধারায় ৫ হাজার টাকা, নাহার মেডিকেল হলকে উপরোক্ত আইনের একই ধারায় ৬ হাজার টাকা ও তনয় মিষ্টান্ন ভান্ডারকে উক্ত আইনের ৪৩ ধারায় ১ হাজার, মনমোহিনী মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর মালিককে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযান পরিচালনাকালে কপিলমুনি ফাঁড়ি পুলিশের এসআই শাহাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ও ভোক্তা অধিকার খুলনা বিভাগীয় জেলা কার্যালয়ের অফিস সহকারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//