শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খননকৃত খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ঢিবি পরিদর্শন করেছেন খুলনা জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার। মঙ্গলবার (১৭ মে) সকালে তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খননে বিস্তীর্ণ অঞ্চলজুড়ে উঠে আসা সম্ভাব্য বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। এসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দারসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার বলেন, খননে উঠে আসা বিভিন্ন প্রত্নতত্ত্ব বস্তুর নমুনা ও কাঠামো দেখে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে মনে হয়েছে প্রত্নতত্ত্ব বস্তু সমূহ নবম থেকে দ্বাদশ শতাব্দির।
এসময় আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা জেলা প্রশাসককে উদ্ধারকৃত প্রত্নবস্তু, স্থাপনা, স্থাপত্যশৈলী ঘুরে ঘুরে দেখান। এসময় তিনি বলেন, কপিলমুনি ঢিবি (রেজাকপুরস্থ) এলাকায় দীর্ঘ মেয়াদেী বিস্তারিত খননে উঠে আসতে পারে কোন পরিপূর্ণ বৌদ্ধ বিহার।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post