শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ কপোতাক্ষের পাইকগাছার সীমান্তবর্তী তালার কানাইদিয়া চর থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) দুপুরে তালা থানা পুলিশ মেয়ে শিশুর লাশ উদ্ধার করে। এলাকাবাসী ও পুলিশের ধারণা, অবৈধভাবে কেউ গর্ভপাত ঘটিয়ে নবজাতকটিকে নদীতে ফেলে দিয়েছে।
পুলিশ জানায়, সকালে উপজেলার কানাইদিয়া-কপিলমুনির খেঁয়াঘাট সংলগ্ন কপোতাক্ষ নদীর চরে অজ্ঞাত এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ চর থেকে নবজাতক মেয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে তিন/চার দিন আগে অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে কেউ নবজাতকটিকে কপোতাক্ষ নদীতে ফেলে দিতে পারে। পরে জোয়ারের পানিতে ভাসতে ভাসতে চরের ঐ স্থানে আটকে যায়।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, স্থানীয় এলাকাবাসী কানাইদিয়া এলাকায় কপোতাক্ষ নদীর চরে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।