সাতক্ষীরার তালার কপোতাক্ষ নদের পাড় থেকে লিয়াকত মোড়ল (৬৫) নামের পাইকগাছার এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপ-শহরের ইকো ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লিয়াকত মোড়ল খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর গ্রামের মৃত নাসের আলী মোড়লের ছেলে।
এ সময় লাশের হাতের কাছ থেকে ‘চুম্বক’ নামের একটি বিষের বোতল উদ্ধার করেছে। তালা থানার এসআই ইমন হাসান ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়েছেন।
তালা থানা পুলিশ জানায়, লিয়াকত মোড়ল ৪ দিন পূর্বে তালা উপজেলার সুজনশাহ গ্রামে তার মেয়ে মর্জিনা বেগমের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ্য ছিলেন।
সোমবার সকালে সাড়ে ন’টার দিকে তিনি মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হন। এরপর দুপুর ২ টার দিকে তার লাশ কপোতক্ষ নদের পাড়ে পড়ে থাকতে দেখা যায়।
এদিকে তার পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায়, তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ্য ছিলেন। চিকিৎসা নিয়ে পারিবারিক অসন্তোষ ছিল। এনিয়ে তিনি গভীর মনকষ্ঠে ছিলেন বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে (যার নং ২৯, তাং ১৯/০৯/২২)।
তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত না করেই পরিবারের কাছে ওই ব্যক্তির লাশ হস্তান্তর করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২০,২০২২//

Discussion about this post