শেখ নাদীর শাহ্,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার কপিলমুনি এলাকায় কপোতাক্ষ নদী থেকে একটি শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে স্থানীয় নোয়াকাটি এলাকার জগদীশ বিশ্বাস (৬০) কপোতাক্ষ নদীতে জাল ফেললে মূর্তির মাথা ভেসে উঠে। তিনি সেখান থেকে মূর্তিটি উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।
পরে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে মূর্তিটি পাইকগাছা থানায় জমা দিয়েছেন।
বেলা সাড়ে ১১ টার দিকে জগদীশ ও তার স্ত্রী অঞ্জনা বিশ্বাস মূর্তিটি থানায়
নিয়ে যান।
এব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান,মূর্তিটি থানায় নিলে একটি সাধারণ ডায়েরী করে তা জব্দ করা হয়েছে। তবে তিনি জানান, কেউ বা কারা সপ্তাহ খানেক পূর্বে মূর্তিটির পূজা করে কপোতাক্ষে বিসর্জন দিয়েছে। তারাও থানায় যাচ্ছেন বলে দাবি করেন তিনি।
যদিও স্থানীয়রা জানান, মূর্তিটি কোন মন্দিরে স্থাপন করা ছিল। ইটসহ
মূর্তিটি কৌশলে উঠিয়ে সেখানে ফেলা হয়েছে ।
দৈনিক দেশতথ্য//এল//