Print Date & Time : 30 July 2025 Wednesday 4:08 pm

কপোতাক্ষ নদের দুকূলে ২০ হাজার চারা রোপন

নিজস্ব প্রতিনিধি (যশোর): যশোরের ঝিকরগাছার কপোতাক্ষ নদের উভয় পাশে বিভিন্ন প্রজাতির ২০ হাজার চারা গাছ রোপন করে বাঁধ বাগান সৃজন করা হয়েছে।

যশোরের বিভাগীয় বনকর্মকর্তা, সহকারী বন সংরক্ষক, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ও ফরেস্টসহ অন্যান্যরা বন কর্মকর্তা-কর্মচারীরা বাগান প্রদর্শন করে সংরক্ষন ব্যবস্থা আরও জোরদার রেখেছেন।

উপজেলার কপোতাক্ষ নদের উভয় পার্শ্বে সদ্য খননকৃত নদের পাড়ে সৃজিত বাগানটি এলাকায় দৃষ্টি নন্দন অবস্থার সৃষ্টি করেছে। আর প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর ও উন্নত করেছে।

সামাজিক বন বিভাগ যশোর জানান, সামাজিক বনায়ন নীতিমালার আলোকে এ বাগান সৃজন করা হয়েছে। বাগানটিতে মোট উপকার ভোগীর সংখ্যা ১০১ জন। তারমধ্যে ৬৫
জন পুরুষ ও ৩৬ জন মহিলা রয়েছে।বাগানটিতে প্রায় ১৮ প্রজাতির চারা রোপণ করা
হয়েছে। এ বাগানে চিক রাশি, খয়ের, জারুল, অর্জুন, বাবলা, জাম, শিমুল,
শিশু, মেহগনি, ইপিল ইপিল, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। ১০ বছর পর বাগানের আবর্তনকাল উত্তীর্ণ হলে, বাগানের গাছ বিক্রয় পূর্বক বিক্রয়লব্ধ অর্থে ৫৫ শতাংশ লভ্যাংশ উপকারভোগী সদস্যদের মাঝে সমভাবে
প্রদান করা হবে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএফএনটিসি জানান, ঝিকরগাছা উপজেলায় বন বিভাগের এ ধরণের বনায়ন কর্মসুচি বছরেও টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের অর্থায়নে
৪০ সিডলিং কিলোমিটারে চারা রোপনের লক্ষ্যমাত্রা রয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//