বর্তমানে শক্ত করে ধরে থাকলে
নীতির হাতল,
বলবে খোকা আসল বোকা
ঝরবে জল।
পদেপদে আসবে পথে
বিপদ বাঁধা,
উদ্ধার পন্থা খুঁজতে চোখে
লাগবে ধাঁধাঁ।
সত্য বললে মিলবে খেতাব
পাগল ছাগল,
মিথ্যাই হয় সত্যের প্রচার
বাজিয়ে ঢোল।
তাই বলে কি নীতি সত্য
যাবেই মরে,
তা হবেনা এগিয়ে আসুন
রাখব ধরে।
ডেমরা,ঢাকা।

Discussion about this post