খালিদ বিন ওয়ালিদ–
আমি কেমন ভাবে বেঁচে আছি- জানেনা কেউ,
মুখোশের মতো লুকিয়ে রাখা যন্ত্রণা, হাসির অন্তরালে; নীল পাহাড়ের মতো,
কোনদিন দেখবেনা কেউ সে পাহাড়।
কোনদিন জানতে চাইবেনা কেউ সে পাহাড়ের কথা,
দুফোঁটা অশ্রু ফেলবেনা কেউ, দেখে পাহাড়ের বিস্তৃতি ও উচ্চতা,
বলবেনা কেউ অন্তরঙ্গ কন্ঠে:
তোমার পাহাড়ে চেয়ে আকাশে হয় বৃষ্টি
বুকের জমিন হয় কর্দমাক্ত,
বুকের গহীনে অঙ্কুরিত হয়- বিরহের হাজারো অগ্নি কবিতা।
কোথাও কেউ নেই
আমি নিঃসঙ্গ,
আমার কোন বন্ধু নেই;
এ হট পাথরের শহরে আমি বড্ড অসহায়।
কে পাহাড়ের কথা শুনবে?
নীল পাহাড়ের কথা।
পাহাড়ের কথা শুনবে কি আকাশ?
দূর আকাশের ডানা মেলা পাখি?
আকাশে হাসা আমার মতো নিঃসঙ্গ চাঁদ?
বৃক্ষ, ফুল কিংবা নদী শুনবে কি কেউ?
পাহাড়কে বলি, শুনবে কি তুমি পাহাড়ের কথা?
জড়িয়ে কি নেবে আমায় তোমার বুকে
তোমায় জড়িয়ে আমি স্রোতের মতো কাঁদতে চাই
তুমি দেবে কি সম্মতি।