Print Date & Time : 14 May 2025 Wednesday 11:59 pm

কবিতা ‘মেঘ বালিকা’


-এম,আলমগীর হোসেন

মেঘ বালিকা মেঘের ভেলা
চড়ে কোথা যাও,
আমার বুকের উপর দিয়ে
দূরের কোন সে গাঁও।
কিসের টানে কোন সে পানে
ছোটো অবিরাম,
তোমার কাছে নাইবা আছে
আমার প্রেমের দাম।
যাবার সময় একটু না হয়
দিও চোখের জল,
তোমার দানে তৃষি প্রাণে
বাড়বে মনোবল।
এলে তুমি ঊষর ভূমি
খুশি হয় পেয়ে,
স্বপ্ন আকি আশায় থাকি
পথ পানে চেয়ে।
তুমি এলে ফুলে ফলে
ভরে এই ধরা,
শুষ্ক ধামে শান্তি নামে
ঘুচে তাপ খরা।
ভালোবেসে আবার এসে
সবুজ আঙিনায়,
খুশির আবির দাও ছড়িয়ে
সোনার এ বাংলায়।