Print Date & Time : 6 July 2025 Sunday 5:54 am

কবিতা ‘মেঘ বালিকা’

-নাহিদ সরদার

ওরেও মেঘ বালিকা!
কোনসে সখার তরে বেদন?
দিবানিশী করছিস রোদন।
কার বিরহে যাচ্ছিস রে তুই,
আপন মনে বিঁধে সুঁই।
যাচ্ছিস কোথায়? কোন সে দূরে?
গেয়ে গান বেদন সুরে!
তোরই বুকের দুঃখের বেদন
ঝরছে ধরায় আপন ভুলে,
ওরেও মেঘ বালিকা!
তোরই চোখের বৃষ্টি ফোঁটায়
ঝরছে রেণু কদম্ব তলে।

খুলনা