“আমাদের দেশ সুন্দর করি আমি গড়ি আর তুমি গড়ো” গানের এই মর্মবাণীর প্রতিপাদ্যে দেশের আধুনিক বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম পথিকৃৎ একুশে পদক প্রাপ্ত কুষ্টিয়ার গর্ব কবি ও গীতিকার আজিজুর রহমান (জন্ম: অক্টোবর-১৮, ১৯১৪, মৃত্যু: সেপ্টেম্বর-১২, ১৯৭৮) এর ৪৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের সুনামধন্য বিদ্যাপীঠ দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের কবি আজিজুর রহমান মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কবি ও গীতিকার আজিজুর রহমানে সাহিত্যকর্ম নিয়ে আলোচকরা বলেন, আজিজুর রহমান কবি, গীতিকার, সম্পাদক, নাট্য সংগঠক। কর্ম বৈচিত্র্যের দিক দিয়ে তিনি তাঁর কালে অতলস্পর্শি, সব্যসাচী। জন্মেছিলেন সাংস্কৃতিক রাজধানীখ্যাত কুষ্টিয়ার হাটশ হরিপুর গ্রামে জমিদার পরিবারে। দুর্ভাগ্যই ছিলো ফরাসি নাট্যকার জ্যাঁ জেঁনের ঈশ্বর। কবি আজিজুর রহমানের ক্ষেত্রে কথাটি চালিয়ে দেয়া যায়। কারণ তিনি ছিলেন জমিদারের ছেলে। অবিভক্ত ভারতীয় উপমহাদেশে জমিদারদের জীবন জৌলুস এখনো এ অঞ্চলে কিংবদন্তি হয়ে আছে। সেই জীবন তাঁকে মোহাবিষ্ট করতে পারেনি।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলার হাটহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ।
আরো আলোচক ছিলেন, দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জ্বল, এ্যাড. ফারুক আহমেদ মৃধা,আমজাদ হোসেন,এম এ কাইয়ুম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাভিশন টিভি,দৈনিক দেশ রূপান্তরের কুষ্টিয়া প্রতিনিধি ও মানবাধিকার কর্মী হাসান আলী।
ঢাকা থেকে প্রকাশিত কিশোর মাসিক ‘আলপনী’রও সম্পাদক ছিলেন একনিষ্ঠ এই কবি। সাহিত্যচর্চা শুরুর আগে নাটকে অভিনয়ে তার উৎসাহ ছিল বেশি। ফলে শিলাইদহের ঠাকুর বাড়িতে তিনি গড়ে তোলেন একটি নাট্যদল। কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনে তিনি ও তার দলের ব্যাপক সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়ে। সমাজসেবায় তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ সেপ্টেম্বর ২০২৩