Print Date & Time : 15 May 2025 Thursday 12:33 am

কবি বিমল সাহার একক বইমেলা-গান-কবিতা

জাতীয় সাংস্কৃতিকধারার আয়োজনে কবি বিমল সাহার বই নিয়ে সাউন্ডবাংলা একক বইমেলা-গান-কবিতা-কথা অনুষ্ঠিত হয়েছে।
২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে ২৪ তারিখ শুরু হওয়া এই আয়োজনের সমাপ্তি পর্ব ২৫ মে সকালে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত শিক্ষা সচিব ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস। অতিথি ছিলেন কথাশিল্পী নজিবুল আকবর, শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ, কবি বজলুর রায়হান ও সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। প্রধান আলোচক ছিলেন কবি চঞ্চল মেহমুদ কাশেম। গান-কবিতা পরিবেশনে অংশ নেন- নাট্যজন নূর হোসেন রানা, কবি জয়নাল আাবেদীন জয়, কবি রফিক চৌধুরী, মমতাজ মেহমুদ, মিলন আহমেদ, অসীম ভট্টাচার্য, নাছির ইকবাল শরীফ, বিপুল বিক্রমপুরী, সাইদ খান সবুজ, এস এম খোকন প্রমুখ।