কুড়িগ্রামে কবি রাধাপদ রায়ের উপর মূল হামলাকারী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
বুধবার ৪ অক্টোবর বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের শেখ রাসেল অডিটোরিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি অনুষ্ঠান শেষে তাকে আটক করে পুলিশ।অন্য আসামি কদুর রহমান এখানে পলাতক রয়েছেন। মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।রাধাপদ রায় বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম।
পুলিশ সুপার বলেন,রাধাপদ রায়ের উপর হামলাকারি মূল আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। আমরা বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়েছি রফিকুল ইসলাম কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নেই। দু’ পারিবারিক পূর্ব শত্রুতার কারণে এই হামলা হয়েছে। এটা কোন সাম্প্রদায়িক কিংবা রাজনৈতিক ছত্রছায়ায় এই ঘটনা ঘটেনি।
তবে এ ঘটনাটিকে কেউ রঙ মাখানোর চেষ্টা করলে প্রয়োজনে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post