Print Date & Time : 23 August 2025 Saturday 4:39 pm

কবুরহাটের বসে মাদকের আসর, চলে অসামাজিক কার্যকলাপ!

সেলিম আহামেদ তাক্কু : কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট পারিবারিক স্বাস্থ্যকেন্দ্র ও চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কলু সংলগ্ন কলাবাগানে প্রতিনিয়ত মাদক সেবন ও সন্ধ্যার পর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা। কতিপয় প্রভাবশালীর সন্তান ও বকাটেরা জড়িত থাকায় তাদের বিরুদ্ধে কোথাও কোন অভিযোগ দিতেও সাহস দেখায় না এলাকাবাসী। 
স্থানীয়রা জানান, কবুরহাট পারিবারিক স্বাস্থ্যকেন্দ্র ও চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলের পাশে একটি কলাবাগান রয়েছে। সেখানে নিয়মিত মাদক বিক্রেতা ও মাদক সেবনের আড্ডা চলে। এছাড়াও সন্ধ্যার পর থেকে সেখানে বহিরাগত নারী পুরুষের আনাগোনা বেড়ে যাওয়ায় আতংকও ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।
স্থানীয় যুবক ইউনুচ ও একজন স্কুল শিক্ষক জানান, গত ২০ নভেম্বর শনিবার রাত আটটার দিকে ২ জন মেয়ে নিয়ে ওই কলাবাগানে প্রবেশ করেন স্থানীয় কবুরহাট বাজারের এক মটর সাইকেল মেকার, টেইলার্স ব্যবসায়ী বাদশা, ওয়েলিং মিস্ত্রী আশিক সহ ৬ জন যুবক। কিছুক্ষন পর বাগান থেকে বের হয়ে দুই যুবক কলাবাগানের আশপাশে ঘোরাফেরা করতে থাকে। এরই মাঝে বিষয়টি আশপাশে জানাজানি হলে সেখানে স্থানীয় কয়েকজন উপস্থিত হন। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বহিরাগত যুবকেরা। সেখানে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে দুই যুবতী ও স্থানীয় বাজারের দুই যুবকসহ ৫ জন। এ সময় দুজনের সাথে দুজন মেয়ের সম্পর্ক আছে জানায় তারা। কিন্তু ওই মেয়েদের ঠিকানা জানতে চাইলে তাদের উল্টাপাল্টা বক্তব্যে আরো সন্দেহ হয়। তাদের ধরে অভিভাবকদের ডাকতে বললে ওই যুবকেরা ফোন করে কবুরহাট বাজারের একটি মার্কেটের মালিকের ছেলে সুজনকে ডেকে নিয়ে আসে। সে এসে উল্টো হুমকি ধামকি দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ সেখানে প্রতিনিয়ত বসে মাদকের আড্ডা। পাশাপাশি চলে অসামাজিক কার্যকলাপ। আর এসবের সাথে জরিত রয়েছে স্থানীয় কতিপয় প্রভাবশালীর সন্তানেরা। এর প্রতিবাদ করেও উল্টো হুমকি হুমকি পেতে হয়। যে কারনে এস সব দেখেও চুপ থাকেন আশপাশের লোকজন।
স্থানীয় সূত্র জানায়,২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর রাতে ওই একই স্থানে বাজারের বিকাশ ব্যবসায়ী আকবর আলীর উপর হামলা করে তাকে কুপিয়ে তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ব্যবসায়ী এলাকার ভাড়াটিয়া হওয়ায় এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে পাতলেও অজ্ঞাত কারনে পরে চেপে যান। এ ঘটনার পরও ওই স্থানে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ছাড়াও রাতে ওই স্থানে প্রায়ই নারী পুরুষের আনাগোনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে। এ ব্যপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।