Print Date & Time : 4 July 2025 Friday 6:03 pm

কবুরহাটে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মাণ!

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট গ্রামে এক গরীব অসহায়ের বিরোধপূর্ণ জমিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।

এ ঘটনায় প্রতিবাদ করে উল্টো হুমকি ধামকির শিকার হচ্ছেন অসহায় ওই পরিবার। এদিকে ক’দিন আগে স্থানীয় প্রশাসন নির্মান কাজ বন্ধ করে দিলেও চারিদিকে টিন দিয়ে ঘিরে আবারও রাতের আধারে বাড়ির নির্মান কাজ চালিয়ে যাওয়ার পায়তারা করছে ওই প্রভাবশালী পরিবার। এর আগে জমি নিয়ে বিরোধের সমোঝতার লক্ষে একাধিকবার স্থানীয় প্রধানবর্গ শালিসি বৈঠকে বসলেও কোন সিদ্ধান্তই মানতে নারাজ ওই প্রভাবশালী পরিবার এমনটিই জানান স্থানীয়রা।

 জানা যায়, কুষ্টিয়ার বটতৈল ইউনিয়নের কবুরহাট কুঠিপাড়া গ্রামের মৃত খোরশেদের ছেলে আব্দুল আজিজের সাথে প্রতিবেশি মৃত মতিউর রহমান মৌলভীর ছেলে শহিদুল, খালেদ ও ফারুকের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের সুত্র ধরে আব্দুল আজিজ কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন।এর আগে বিরোধপূর্ণ ওই জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে বাদী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। আবেদনের পেক্ষিতে আদালত ওই জমিতে নির্মাণকাজ বন্ধে নিষেধাজ্ঞা জারি করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কুষ্টিয়া মডেল থানাকে নির্দেশ দেন। কিন্তু বিবাদীগন প্রভাবশালী এবং আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক ভবনের নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে। পরে পুলিশের হহস্তক্ষেপে কাজ বন্ধ হলেও আবার রাতের আধারে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার পায়তারা করছে ওই প্রভাবশালী পরিবার।

নোটিশ সূত্রে জানাযায়,কুষ্টিয়া স্মারক নং ১৩৩৩/২১, তারিখ ১৯/১২/২০২১ কুষ্টিয়া মিস কেস নং-২৮০/২০২১

কুষ্টিয়া সদর কবুরহাট মৌজা জেএলনং৪২আরএস খতিয়ান নং৫৩২, দাগ নং ৩৮৭৯, জমির পরিমান ১৫ শতক।

প্রথম পক্ষ আব্দুল আজিজের অভিযোগের বিত্তিতে মামলার মূলে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪ ধারার বিষয়ে বিজ্ঞ আদালত বিরোদীয় তফসিলভুক্ত জমি সংক্রান্ত দ্বিতীয় পক্ষ কে কারন দশানোর নোটিশ সহ বক্তব্য পেশ করার নির্দেশ দেন এবং উভয় পক্ষকে কোন প্রকার শান্তি শৃঙ্খলার  অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানা ও স্থানীয় জগতি পুলিশ ক্যাম্পের এ এস আই আসাদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত ৩ জানুয়ারি বিবাদী নির্মাণ কাজ করছে এমন অভিযোগের সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে উপস্থিত হই এবং কাজ বন্ধ করে দেয়া হয়। পরে দুই পক্ষকে শান্ত থাকতে নির্দেশসহ সমোঝতা না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। তবে ৮ জানুয়ারি সমোঝতার লক্ষে স্থানীয় জগতি পুলিশ ক্যাম্পে দুপক্ষ কে উপস্থত হওয়ার জন্য বলা হলেও বিবাদী শহিদুল,খালেক উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। যে কারনে এ বিষয়ে কোন সুরাহা হয়না।

দৈনিক দেশতথ্য//এল//