Print Date & Time : 22 August 2025 Friday 2:39 am

কবে আসবে ঝন্টুর লাশ!

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া মিরপুর উপজেলার মশান এলাকার ঝন্টু । এক সময় তিনি নিজ এলাকায় নেতৃত্ব দিতেন । খেলাধুলা, বিভিন্ন অনুষ্ঠান, এলাকার দরিদ্র মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য তিনি উদ্যোগ নিতেন। এমন মহৎ অনেক কাজেই তিনি এগিয়ে আসতেন।
বছর চারেক আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান সংসারের সচ্ছলতা আনতে। কিন্তু গতকাল রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি প্রবাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিথর দেহ হয়তো আসবে কিন্তু কবে আসবে তার কোন নিশ্চয়তা নেই। এখন আর কেউ বলবে না ঝন্টু কবে আসবে ? তবে সবাই এখন বলছে মরদেহ কবে আসবে।

দৈনিক দেশতথ্য//এল//