আজ ১০ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় কার্যালয়ের অস্থায়ী বেদীতে কমরেড আ ফ ম মাহবুবুল হকের প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দিনের কর্মসূচীতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান, বাসদের আহবায়ক সন্তোষ গুপ্ত, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন ও জাকির হোসেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহসভাপতি শফিউদ্দিন মোল্লা, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য বেলাল চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, ঐক্য ন্যাপের সহ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ভূঁইয়া, বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, ইমাম গাজ্জালি ও সন্তোষ গুপ্ত, সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামছুল আলম জুলফিকার, সম্মিলিত সামাজিক আন্দোলনের রঞ্জিত কুমার সাহা ও যুবকেন্দ্রের সংগঠক জামাল শিকদার।

এসময় বাসদ আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধার আ ফ ম মাহবুবুল হকের স্মরণে সংক্ষিপ্ত আলোচনায় নেতারা বলেন, আওয়ামী ফ্যাসীবাদী দুঃশাসন থেকে মুক্তির লক্ষ্যে বাম প্রগতিশীল শক্তি ঐক্যের ভিত্তিতে গলআন্দোলন গণসংগ্রাম গড়ে তুলে রাষ্ট্র সরকার সংবিধান প্রণয়নের আহ্বান জানান। এবং আজীবন বিপ্লবী এই নেতার আদর্শ অনুসরণের মধ্যেই দেশের মানুষের মুক্তি নিহিত আছে বলে উল্লেখ্য করেন।
বা//দৈনিক দেশতথ্য// ১১ নভেম্বর২০২২