তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সালামত আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার শমসেরনগর সড়কের বড়চেক এলাকায় এ ঘটনাটি ঘটে।
সালামত আলী বড়চেক গ্রামের মৃত রমজান আলী ছেলে। সালামত মিয়া চাতলাপুর সড়কের ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী।
স্থানীয়দের তথ্য মতে জানা গেছে, সালামত মিয়া সকালে রাস্তার এক পাশ দিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক দেশতথ্য///এস//

Discussion about this post