Print Date & Time : 3 July 2025 Thursday 6:59 am

কমল কুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কমল কুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।

কমল কুঁড়ি বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কমল কুঁড়ি বিদ্যানিকেতন পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি মোতাহার হোসেন সরদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: জসিম উদ্দিন, শিক্ষক হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//