Print Date & Time : 10 May 2025 Saturday 11:44 am

কমিটি নিয়ে দ্বন্দ্বে বিপর্যস্ত ঘাটাইল আওয়ামীলীগ

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ কমিটি হওয়ার কয়েক মাস পর প্রকাশ হওয়ায় কমিটি নিয়ে দ্বন্দ্বে বিভক্ত হয়ে ঘুরপাক খাচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল আওয়ামীলীগের রাজনীতি।
দলের মধ্যে সৃষ্ট হয়েছে বিভক্তি। দ্বন্দ্বের জেরে দলটির কর্মসূচিতে প্রায়ই নিজেদের মধ্যে মারামারি, নেতাদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ, বিক্ষোভ মিছিল ও টাকার বিনিময়ে নেতা বানানোর মতো অভিযোগ উঠছে। আওয়ামীলীগের চলমান আন্দোলন-সংগ্রামে ঘাটাইলে এর বিরূপ প্রভাব পড়ছে।

গত বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে হওয়া আওয়ামীলীগের সংবাদ সম্মেলনের বিরুদ্ধে সোমবার (০৬মার্চ) পুনরায় সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলার আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার শাহজাহান অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ না করে পদ বাণিজ্য করে একতরফা ভাবে নবগঠিত কমিটি ঘোষনা করা হয়। যেখানে বিতর্কিত, পক্ষপাতদুষ্ট, অনুপ্রবেশকারী, হাইব্রিড ও স্বাধীনতাবিরোধীরাও রয়েছে । গত বৃহস্পতিবার কথিত সংবাদ সম্মেলনে যাহা তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত সাধারণ মানুষকে ভুল বুঝানোর অপেচেষ্টা।

অভিযোগ এনে তিনি আরো বলেন, সম্মেলনেরে আগে বা পরে উপজেলার কোন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করেছেন মর্মে যদি দেখাতে পারেন তাহলে আমি ইউপি চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করবো। বিতর্কিত কমিটির ব্যানারে ঘাটাইলে কোথাও সভা-সমাবেশ করবে সেখানেই আমাদের সভা-সমাবেশ থাকবে এবং এই অপশক্তির সকল প্রকার অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’মীলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন, সাইফুর রহমান মিঞ্জু,পৌর আওয়ামীলীগের আহবায়ক খলিলুর রহমান তালুকদার,সাবেক ভাইস-চেয়ারম্যান আরিফ হোসেন,যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন, সাধারন সম্পাদক জুয়েল মিয়া, মহিলা ভাইস-চেয়ারম্যান শহিনা সুলতানা শিল্পী,ইউপি চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান, রেজাউল করিম মুটু, রহুল আমিন আকন্দ হিপলুসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
এ ব্যপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম লেবুর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি রিসিভ করেননি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//