সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটধারী কম্পিউটার ল্যাব অপারেটরদের ১০ম গ্রেড দিতে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট।
সাইফুল ইসলাম ও শহিদুল ইসলাম সহ ২৭জন কম্পিউটার ল্যাব অপারেটরদের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৮জুন ২০২৩ইং রবিবার বিচারপতি মোঃ খসরুজ্জামান ও বিচারপতি মোঃ খায়রুল আলম দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশে সংশ্লিষ্টদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট পরিচালনাকারি আইনজিবির সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সমান শিক্ষাগত যোগ্যতা নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে ১০ গ্রেড পাচ্ছে অনেকেই তাছাড়াও ১৯৯৪ সালের স্বারক নং সন(বিধি-২)২৭/৯৪-১৪৯ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর জন্য ২য় শ্রেণি পদমর্যাদার গেজেট প্রকাশ করা হয় । ২য় শ্রেণি পদমর্যাদার গেজেট থাকা সত্ত্বেও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটধারী কম্পিউটার ল্যাব অপারেটরদের ১৬তম গ্রেডে বেতন দেওয়া হয় , যেটি খুবই বৈষম্যমূলক।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২১ জুন ২০২৩