
খুলনার কয়রা উপজেলায় গাঁজাসহ শিমুল রায় (১৯) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে কয়রা থানা পুলিশ।
মঙ্গলবার(১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দেউলিয়া বাজার থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়।
সে উপজেলার মহারাজপুর ইউনিয়নের খড়িয়াগ্রামের গোবিন্দ রায়ের ছেলে ও কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং মহারাজপুর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্য।
এ ব্যাপারে কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু জানান, ব্যক্তিগত কাজে তিনি ঢাকাতে রয়েছেন। তবে পূজা কেন্দ্রিক মহারাজপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শিমুল রায়ের মাদকসহ আটকের বিষয়ে তিনি মোবাইলে শুনেছেন।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হোসেন জানান, গাঁজাসহ আটক শিমুল মহারাজপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে রয়েছে। আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//১৩ এপ্রিল,২০২২//

Discussion about this post