Print Date & Time : 2 July 2025 Wednesday 8:52 pm

কয়রায় ট্রিপল মার্ডার: তদন্ত করবে পিবিআই

খুলনার কয়রায় বহুলালোচিত ট্রিপল মার্ডারের তদন্তের দায়িত্বভার পিবিআইকে দিয়েছেন আদালত । বুধবার (২৮ সেপ্টেম্বর) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আদালতের বিচারক মো: দেলোয়ার হোসেন বাদীর করা আবেদন মঞ্জুর করে পিবিআইকে মামলাটি তদন্তভারের নির্দেশ দেন।

মামলার সহকারী আইনজীবী এস এম আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী জানান, কয়রার ট্রিপল মার্ডার একটি আলোচিত ঘটনা। এ হত্যাকান্ডের সঠিক তদন্ত হচ্ছেনা। তাই তিনি আদালতে মামলাটি পিবিআইতে হস্তান্তরের জন্য আদালতে আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করে তদন্তভার পিবিআইতে স্থানান্তর করেছেন।

উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর দিবাগত রাতে কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে হাবিবুল্লাহ গাজী, তার স্ত্রী বিউটি খাতুন ও একমাত্র কন্যা হাবিবা খাতুন টুনিকে হত্যা করে দুর্বৃত্তরা পাশের একটি পুকুরে ফেলে দেয়। খবর পেয়ে পরেরদিন ২৬ আক্টোবর সকাল সাড়ে আট টায় বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৮,২০২২//