নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের হটস্পট কুষ্টিয়ায় এক জনের ম্যানুপুলেটের নিয়ন্ত্রণে অক্সিজেন সিলিন্ডার রিফিল ব্যবসা। ২০ দিনের ব্যবধানে সব সাইজের অক্সিজেন সিলিন্ডার রিফিলে আকাশচুম্বি ৭০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। মাত্র ৪০০ টাকার অক্সিজেন সিলিন্ডার রিফিলে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। দেশে করোনার হটস্পট কুষ্টিয়ায় প্রতি ঘণ্টায় একজন করে মারা যাচ্ছে আর ১২ জন করে শনাক্ত হচ্ছে, সেখানে আপৎকালীন এই দুঃসময়ে যখন সকলে মানবিক মূল্যবোধ নিয়ে যার যার অবস্থান থেকে জেগে উঠছেন তখন কুষ্টিয়ার এই অক্সিজেন প্ল্যান্ট’ মানুষকে জিম্মি করে ও সংকটকে পূজি করে লাগামহীন দাম বাড়িয়ে করোনা আক্রান্তদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে।
এছাড়াও নিয়ম অনুযায়ী সিলিন্ডারের ‘অক্সিজেন প্রেসার’ তারা সঠিক মাত্রায় দিচ্ছে না। এ প্রেসারের অক্সিজেন, রোগীর জন্য পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে দেবার কারণে কুষ্টিয়াতে এই প্ল্যান্ট থেকেই রিফিল করে খুচরা ব্যবসা করতেন যারা তাদের অনেকেই এখন ঢাকা থেকে অনেক কম মূল্যে রিফিল করিয়ে আনছেন । সেখানে অক্সিজেনের প্রেসারও সঠিক মাত্রায় পাওয়া যাচ্ছে। কমদামেও তারা বিক্রি করতে পারছেন।
করোনার মতো অতিমারী দুর্য়োগ কী এমনি আসে!!! আসে আমাদের অমানবিক কাজের জন্য, অসভ্য আচরণের জন্য এই অবিবেচনার জন্য।