Print Date & Time : 5 July 2025 Saturday 7:42 am

করোনায় দেশে আরও ৩০ মৃত্যু, আক্রান্ত ৯ হাজার

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসে দেশে একদিনে মৃত্যু হয়েছে ৩০ জনের। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে এ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। এদিনে মৃতদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১১ জন

এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫২৪ জনের আর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে বৃহস্পতিবার ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫৯৬ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

দৈনিক দেশতথ্য//এল